Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১২ নং চিকনদন্ডী ইউনিয়নে যোগাযোগ ব্যাবস্থার মান নিয়ে কিছু কথা

১২ নং চিকনদন্ডী ইউনিয়নে মোট জনসংখ্যার অধিকাংশ লোক শিক্ষিত ও কোন প্রকার নদ-নদী না থাকায় গ্রামের ভিতর দিয়ে বেশি বেশি রাস্তার সংযোগ যোগাযোগ ব্যবস্থার মান ভাল । উত্তরে বিসি নন্দী সড়ক হইতে নেহাল পুর পর্যন্ত ইট সলিং দ্বারা নির্মত ঐ রাস্তা দিয়ে জনসাধারনের চলাচলের সুবিধার্থে ছোট-ছোট যানবাহন (সিএনজি, অটো রিক্সা)চলাচল করে। ফতেয়াবাদ হইতে বটতল পর্যন্ত পিচ ডালা সড়ক । ঐ রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী চকুরীজিবী, কৃষক, প্রবাসী ব্যক্তিগন যাতায়াত করে। অনুরুপ ফতেয়াবাদ দাতারাম সড়ক হইতে মাস্টার সোসাইটি মন্দির পর্যন্ত পিচ ডালা সড়ক । হাটহাজারী রোড বড়দিঘীর পাড় হইতে কাটাখালী পর্যন্ত পিচ ডালা সড়ক । আমান বাজার হইতে শিকার পুর স্কুল পর্যন্ত উন্নত মানের পিচ ডালা সড়ক ঐ রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী চকুরীজিবী, কৃষক, প্রবাসী ব্যক্তিগন যাতায়াত করে। উক্ত সড়ক সংযুক্ত নজু মিয়া হাট সংলগ্ন কাপ্তাই রাস্তার সাথে যুক্ত হয়েছে । আমান বাজার হইতে নজু মিয়ার হাট যেতে হইলে আমান বাজার সংলগ্ন সিএনজি যোগে যাওয়া যায় । অত্র ইউনিয়নে প্রত্যেক গ্রামে সংযুক্ত রাস্তা থাকায় ছোট যানবাহন সিএনজি, রিক্সা, অটো রিক্সা, সাইকেল, মটর সাইকেল, কার দ্বারা এক গ্রাম হতে অন্য গ্রামে সহজে যাতায়াত করা যায় ।