১২নং চিকনদন্ডি, এ ইউনিয়নের কবি শ্রীকর নন্দীর নামের স্মারক চিকনদন্ডী রয়েছে বলেই অনেকে মনে করেন। পরাগল খানের পুত্র ছটি খানের আদেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব রচনা করেন। শ্রীকর নন্দীর আসল নাম শ্রীকর নন্দী এলাকাটির নাম শ্রীকর দন্ডী প্রচালিত থকলেও তারাই সংক্ষিপ্ত উচ্চারণের বিকৃত হতে হতে বর্তমানে চিকনদন্ডীতে নামে পরিনত হয়েছে। ড. আহম্মদ শরীফ বলেন, পরাগল খা ১৫১৯ খ্রিঃ এর মধ্যে এবং ছুটি খান ওরফে নশরত খান ১৫৩০ খ্রিঃ মধ্যে যথাক্রমে পরাগল ও ছুটি খানী মহাভারত রচনা করেছিলেন। অধ্যাপক শাহেদ আলীর মতে শ্রীকর নন্দীর বাড়ি অপরদিকে সাধনা পত্রিকা ২য় বর্ষ ১৩২৭ বাংলায় উত্তর ফতেয়াবাদ এলাকার নন্দীর হাটের নিকট তার জম্মস্থান বলে উলেস্নখ করেছেন। ১৯৭৪ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মতে চিকনদন্ডী ইউনিয়ন নেহালপুর, চিকনদন্ডী ও খন্দকীয় মৌজা নিয়েই গটিত। এ ইউনিয়নের মোট লোকসংখ্যা ৪০৯৭০ জন, পুরম্নষ ২০৯৭৭১ জন, মহিলা ২০০৫৩ জন, এ ইউনিয়নের আয়তন ১১.১৮ বর্গ কিলোমিটার। প্রতি কিলোমটারে লোকসংখ্যার ঘনত্ব ৩৬.৬৫, শিক্ষার হার ৬৬%।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস