Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চিকনদন্ডী ভূমি অফিস

 

অফিসটি হাটহাজারী উপজেলাধীন দক্ষিণ পাহাড়তলী মৌজার বিএস দাগ নং- ২০১৫২ দাগের উপর ক্যাম্পাস সহ মোট .০৪ একর জমির উপর নিজস্ব ভবনে অবস্থিত। দপ্তর প্রধানের পদবী : ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

কি সেবা কিভাবে পাবেন

ক্রঃ নং

কি কি সেবা দেয়া হয়

কিভাবে দেয়া হয়

০১.

নামজারী, জমাভাগ, জমা একত্রকরণ, জমা খারিজ সহ রেকর্ড হালকরণ।

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।

০২.

ভূমি উন্নয়ন কর আদায়।

সরাসরি রায়তীর কাছ থেকে দাখিলার মাধ্যমে।

০৩.

খাস জমি রক্ষণাবেক্ষণ ও বন্দোবস্ত প্রদান।

সরকারি নির্দেশ মোতাবেক আবেদনের প্রেক্ষিতে।

০৪.

পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।

০৫.

বাজার পেরিফেরি নির্ধারণ।

সরকারি নির্দেশ মোতাবেক।

০৬.

জলমহাল ও সায়রাত মহাল ব্যবস্থাপনা।

সরকারি নির্দেশ মোতাবেক।

০৭.

বালুমহাল ব্যবস্থাপনা।

সরকারি নির্দেশ মোতাবেক।

০৮.

জরীপ সংক্রান্ত ভুল সংশোধন।

আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে।

০৯.

সার্টিফিকেট মামলা পরিচালনা।

সরকারি দাবী আদায় আইন ১৯১৩ অনুসারে।

১০.

দেওয়ানী মামলায় সরকার পক্ষে প্রতিনিধিত্বকরণ।

আইন ও বিধি অনুসারে।

১১.

খাস জমি হতে অবৈধ দখল উচ্ছেদ।

সরকারি নির্দেশ মোতাবেক।

১২.

নদী সিকস্থিও পয়স্থি জমির ব্যবস্থাপনা।

আইন ও বিধি অনুসারে।

১৩.

আদর্শগ্রাম প্রকল্প/আশ্রয়নপ্রকল্প বাস্তবায়ন।

সরকারি নির্দেশ মোতাবেক।

১৪.

পিও ৯৬ ও ৯৮ এর অধ্যাদেশের আলোকে এবং ভূমিসংস্কারঅধ্যাদেশ ১৯৮৪ এর বাস্তবায়ন।

সরকারি নির্দেশ মোতাবেক।